রাষ্ট্র কি ?
রাষ্ট্র মানব সমাজের একটি সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্টবিজ্ঞানীদের মতে, মানব সমাজের আদি সংগঠন পরিবার সম্প্রসারিত ও বিবর্তিত হয়ে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। রাষ্ট্র হলো একটি রাজনৈতিক ও ভৌগলিক প্রতিষ্ঠান। মানুষ নিরাপত্তার প্রয়োজনে ন্যায়ভিত্তিক নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তৈরি করেছে। রাষ্ট্র মানব জীবনের একটি অত্যাবশ্যক প্রতিষ্ঠান, ব্যাক্তিমাত্রই কোন না কোন রাষ্ট্রের সদস্য। রাষ্ট্র ব্যাতীত মানব জীবনের পরিপূর্ণ বিকাশ অসম্ভব।
রাষ্ট্রের সংজ্ঞা
মূলত প্লেটো ও এরিষ্টটলের সময় থেকেই গ্রীসে সংগঠিত রাজনৈতিক সমাজ সম্পর্কে আলোচনার সূত্রপাত ঘটে। গ্রিকগণ রাষ্ট্র বলতে পলিস ( polis ) শব্দটি ব্যবহার করত। রোমানগণ রাষ্ট্র বলতে ( civitas ) ব্যবহার করত। ইংরেজি ( state ) শব্দটি ল্যাটিন শব্দ ( status ) থেকে এসেছে। Status শব্দটির অর্থ স্থির বা স্থিতিশীল। সুতরাং একটি স্থিতিশীল বা স্থায়ী অবস্থা বোঝানোর জন্য অতীতে Status ব্যবহিত হতো। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র রাষ্ট্র শব্দটি একটি বিশেষ বৈজ্ঞানিক অর্থে ব্যবহিত হয়। আধুনিক ষোড়শ শতাব্দিতে সর্বোপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন বিশ্বখ্যত ইতালীয় চিন্তাবিদ নিকোলো মেকিয়াভেলি।
রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিষ্টটলের বিখ্যাত গ্রন্থ দ্যা পলিটিসে বলেন “ রাষ্ট্র হলো কতিপয় পরিবার ও গ্রামের পরিবারের সমষ্টি যার উদ্দেশ্য হলো পরিপূর্ণ ও স্বনির্ভর জীবন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেন “ কোন নির্দিষ্ট ভূখন্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
রাষ্ট্রের পূর্ণাজ্ঞ ও গ্রহনযোগ্য সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। তার মতে , রাষ্ট্র হলো কম বা বেশি লোকের দ্বারা গঠিত এমন এক জনসমষ্টি, যারা একটি নির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা বহিঃশক্তির নিয়ন্ত্রন হতে স্বাধীন এবং যার একটি সুসংগঠিত সরকার আছে , যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বভাবজাত আনুগত্য স্বীকার করে।
রাষ্ট্র সমন্ধে বিভিন্ন সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতামতের ভিত্তিতে বলা যায় যে , রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে একটি সংগঠিত জনসমষ্টি কোন নির্দিষ্ট ভূখন্ডে স্বাধীন ও সার্বভৌম সরকারের অধীনে স্বায়ীভাবে বসবাস করে।
লেখাটি একটু ছোট হয়েছে, একটু বিস্তারিত ভাবে লিখলে ভালো হতো
উত্তরমুছুন