পাশ্চাত্যে


 পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ( Western political thought )


গ্রিক, রোম, ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশ সমুহের রাষ্ট্রচিন্তা পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তর আওতাভূক্ত। পাশ্চাত্যে রাষ্ট্রচিন্তাকে ইউরোপীয় রাষ্ট্রচিন্তা হিসেবেও অবহিত করা হয়। তবে প্রাচীনকাল থেকেই পাশ্চাত্যে রাষ্ট্রচিন্তার উদ্ভব এবং প্রাচীন গ্রিসে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তর উদ্ভব ও বিকাশ। গ্রিক সভ্যতা ও নগররাষ্ট্রের উদ্ভবের মধ্যে দিয়ে পাশ্চাত্যে রাষ্ট্রচিন্তার উৎপত্তি হয়েছে বলে রাষ্ট্রবিজ্ঞানীগণ অভিমত পোষণ করেছেন। 

রাষ্ট্রবিজ্ঞানীগণ পাশ্চাত্যে রাষ্ট্রচিন্তাকে তিন ভাগে ভাগ করেছেন। 
এগুলো হলো :

  1. প্রাচীন যুগ ( Ancient Age )
  2. মধ্যযুগ ( Mediaeval Age )
  3. আধুনিক যুগ ( Modern Age )

1 টি মন্তব্য: