রাজনীতি কি ?
রাজনীতি বা রাষ্ট্রনীতি বা রাজবুদ্ধি হলো দলীয় বা নির্দিষ্ট ব্যক্তি বর্গের মধ্যে ক্ষমতার সর্ম্পকের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহন বিষয়ক কর্মকান্ডের সমষ্টি। রাজনীতির একাডেমিক অধ্যায়ন কে রাজনীতিবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞনের কাজ হলো রাজনীতি নিয়ে গবেষণা করা।
রাজনীতি একটি বহুমুখী শব্দ। এটি আপোষের ও অহিংস রাজনৈতিক সমধান প্রসঙ্গে ইতিবাচক অর্থে অথবা সরকার বিষয়ক বিজ্ঞান বা কলা হিসেবে বিশদভাবে ব্যবহিত হতে পারে , কিন্তু পাশাপাশি এটি প্রায়শই একটি নেতিবাচক অর্থও বহন করে।
রাজনৈতিক ব্যবস্থা হল কোন কাঠামো যা কোন সমাজের মধ্যকার গ্রহনযোগ্য রাজনৈতিক পদ্ধতিসমুহকে সজ্ঞায়িত করে। রাজনৈতিক চিন্তার ইতিহাস খুঁজে পাওয়া যায় প্রাথমিক প্রচীন যুগে, যেখানে প্লেটোর রিপাবলিক, এরিষ্টটলের দ্যা পলিটিস, চাণক্যর অর্থশাস্ত্র ও চানক্য নীতি এবং কনফুুুুসিয়াসের লেখার ন্যায় দিগন্ত উন্মোচনকারী কাজগুলো পাওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন